মনে পড়ে সেদিন রাতে কী না কাণ্ড করলো
মোটাসোটা কালো বিড়াল গুলো একেবারে
সন্ত্রাসী কায়দায়।
অবজ্ঞায় সেও ভোলা সম্ভব হলো না।
মনে পড়ে, দেখেছি আলো আঁধারে ওরা ভাঁড়ার
ঘর লণ্ডভণ্ড করে মাছ মুখে নিয়ে নিঃশব্দে ঘর
থেকে বেড়িয়ে গেল।
বলা ভালো, অনাহূত হলেও এ ঘটনা দেখে
তক্ষুণি মনে পড়লো, ' শৈশব থেকে শোনা
সে প্রবচন, ‘কারো স্বভাব যায় না মলে’।
বুঝতে বাকি রইলো না কালস্রোত গড়ালে
পরীক্ষিত সত্য প্রবচন যায় না বিফলে।
জানতে ইচ্ছা হলো দুষ্কৃতিগুলো কোথায় গেল?
মাথায় বনবন করে চক্কর মারলো এই ভাবনা
‘ডেলো পাহাড়ে কি ওরা ঠাই নিলো?
একে অন্ধকার, তার উপর কালো বিড়াল।
বলার অপেক্ষা রাখেনা এ অবস্থায় ওদের খুঁজে
পাওয়া দুষ্কর। তবু হাল ছেড়ে বসে থাকা সঙ্গত
মনে হলো না, কেননা যেহেতু ওরা জেনেছে
ভাঁড়ার ঠিকানা আবারও দিতে পারে হানা।
ভেবেছি, অগত্যা উপায়? ওদের পথ অনুসরণ
করাই শ্রেয় মনে হলো।
জোরালো টর্চের আলোয় ওদের পথ অনুসরণ
করে দেখেছি ‘এই দুষ্কৃতিগুলো মুখে মাছ পুড়ে
গুটিসুটি মেরে বসে আছে আস্তা-কুড়ে’।