ওই যে কাঁসর ঘণ্টার মতো যখনি ভোটের ঘণ্টি বেজেছে
ঢং ঢং করে এই ঘণ্টা বাজলে তারা কি আর থাকতে পারে বসে?
দেখে এলাম রামকানাই সেটি শুনেই করলো কী?
সে ঘুম থেকে তিড়িং করে লাফিয়ে উঠেছে।
বলছে সে বন্ধুরা সব জগাই মাধাই ঘণ্টার ধ্বনি কি কানে গেছে?
বলছি শোন, জনগণ এখনো নাক ডেকে ঘুমিয়ে আছে
চল যাই, প্রভাতফেরির মতো প্রতি মহল্লায়
ধর্মের গান গেয়ে জনগণের ঘুম ভাঙ্গানোর সময় হয়েছে।
এই গানে মাতগুড়ের মতোই এমন মাদকতা আছে
শুনলে এই গান, জনগণ থাকবে কি কেউই আর ঘরে বসে?
ভোটারদের ভোটের জালে জড়াতে মাকড়সার মতো পাতলে ফাঁদ
তারা পিঁপড়েদের মতো এসে সেই ফাঁদে জড়াবে সরসে।
বলছে বন্ধুরা সব তবে আর দেরি কেন? চল ডুগডুগি বাজাই
মহানন্দে ধর্মের গান গাইতে শুরু কর রে রামকানাই
চল আমরা সবাই এই গান গাই প্রতিটি মহল্লায়
ভোটাররা ভোটের জালে জড়িয়ে পড়ুক, সেটাই তো চাই।