যাচ্ছে মেল ট্রেনটি বেশ জোরে
অন্তিম স্টেশন নরকে পৌঁছবে রাত দুপুরে
ট্রেনে যাত্রী তো কম ওঠেনি
কী জানি,
ক’জনের মনে জ্বলছে আলাদীনের আশ্চর্য প্রদীপ
সেই আনন্দে ট্রেনে উঠেছে জেনে বুঝে
আর ক’জন উঠে পড়েছে ভুলবশত।
তুমি কি উঠে পড়েছো ভুলবশত নাকি জেনে বুঝে?
একথা সত্য মানুষই ভুল করে, সেতো হতেই পারে,
তবে কেউ ভুল করলে পরের স্টেশনেই নেমে পড়ে।
তোমার আছে কি ভুলের সম্ভাবনা? সেটি জানা হলো না।
এই ট্রেনে উঠেছে যারা জেনে বুঝে
তাদের মনে জেগেছে বোধ হয় চরম ভোগবাসনা
নরক দর্শনের শখও থাকতে পারে
নরকে বাস? সেই ইচ্ছাও থাকতে পারে বৈকি।
তোমার তেমন কোনও শখ আছে কি?
করছো নাকি ইতস্তত?
এই ট্রেনে আছে সব ভোগবাসনা মেটানোর বন্দোবস্ত।
কী বললে?
নরক দর্শন কিবা নরকে বাসের শখ নেই মোটে?
তবে নিশ্চিত এই ট্রেনে উঠেছ ভুল করে।
বারোটি স্টেশন পেরিয়ে গেলেও ভুল ভাঙেনি?
তবে হলো নাকি বড্ড দেরি?
এখন তো রাত কম হলো না
আলোর অভাবে স্ট্রেশনগুলোও যায় না চেনা
কে জানে, কখন কোন স্টেশনে আবার ট্রেন দাঁড়াবে?
তবে যা রাত হয়েছে হয়তো তার আগেই
ফিরে আসার শেষ ট্রেন সেই স্টেশন ছেড়ে যাবে।