গরম কালে     দুপুর হলে          
      শিশু হাই তুলে              
মাতা কে ধরে   ইশারা করে
      কত কিছু বলে।


সেসব কথা    বোঝেন মাতা  
      এই ধরা তলে          
স্নানের লাগি    এই সোহাগি
      যেতে চায় জলে।


তার জননী    ঠিক তখনি
      করে আয়োজন
স্নানের লাগি   যায় সোহাগি  
      হাসে বাছাধন।


স্নানের কালে   টবের জলে  
    নিজে ঢেউ তোলে    
শীতল জলে    মজার ছলে
     হাসি মুখে খেলে।


বেশ সরসে    জোরসে হেসে            
     শিশু হেলে দোলে
পা দুটি নেড়ে    জল সরিয়ে
     তার খেলা চলে।


জল গিললে    উগরে ফেলে    
     স্বস্তি যেই মেলে        
সেসব ভুলে    আবার খেলে
     শক্ত হবে বলে!        


খেলার শেষে    মুচকি হেসে
       মার হাত ধরে
মায়ের শাড়ি     জাপটে ধরি’
      রোজ স্নান সারে।


নতুন বেশে    সেজেই শেষে          
     সারে খানাপিনা
ঘুমটি এলে    মায়ের কোলে
     ঘুম দেয় সোনা।