নেকড়ের মতো সারা শরীরে ডোরাকাটা দাগ।
শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা চালিয়ে লাভ কি?
বলতে হয় সদ্য অতীতে ঘটেছে কত কি!
বুকে পিঠে সারা শরীরে বাবুদের চাবুকের দাগ
পড়লেও হয়নি সজাগ।
বিস্মৃতির পরিণতি!
কারো স্মৃতিভ্রম হলে যা হয়
অতীতের কথা ভুলতে লাগেনা সময়।
বলছে কাকাতুয়া, কি করে ঘুচবে ওদের দুর্গতি?
আকাশ ঢাকছে কালো মেঘে
অশনি সময়ের অপেক্ষায় আছে জেগে।
অতীতে বাবুদের অত্যাচার ভুলে
হালের গরুর মত তাদের লাঙ্গল টানার ইচ্ছা হলে
বাঁচতেই হবে ক্রীতদাসের মতো
সহ্য করতে হবে বাবুদের চাবুকের ঘা, আরো কত।