দুখের ভাগি’  ওই সোহাগী                  
সুখের লাগি   দিবস জাগি          
        গরিমা ভুলে
        নগের কোলে              
ভূতল চুমে   অশেষ দমে
       পাথর ঠেলে
       যায় গো চলে।


সব বৈরিতা    দীনদৈনতা  
প্রলোভনতা     হীনমন্যতা  
         চরম ক্ষণে        
        উদার মনে
ধরণী তলে    লুটিয়ে ফেলে    
       যায় গো দীনে            
       কোন সদনে?  


একটু সহে    আমিত্ব দহে’
সাগর দহে    বিলীন হয়ে
        সুখ-দুখের    
        চরা চরের
বাহিরে এসে   থাকার আশে
        বেশ সরসে  
        নদী বহিছে।