বলছে বলদ, ‘ওহে প্রভু! থামাবে কি
এবার তোমার ঘানি টানতে বেনজির
দৌড় করানো?
শোনো, রাখলে কি আর ধরে দিনে
আট ঘণ্টা কাজের সময় সীমা?রোজ
কাজের এই সময়সীমা বাড়িয়ে যাবে
আর কতদূর?
এতো দীর্ঘ সময় ঘানি টানার কষ্ট
আর এই দেহে মনে সহে না।
পেটের দায়ে তবু সেসব মেনে নিতে
হচ্ছে বটে, তাই বলে সুযোগ বুঝেই
ওড়াবে কি যেমন খুশী ইচ্ছা ঘুড়ি?
দেখো কি কাজ শেষে সব ভুলে হাই
তুলে যে গোয়াল ঘরে ঘুমিয়ে পড়ি।
দেখছো কি বিশ্বের উন্নত বহু দেশে
এর ফলশ্রুতি? দিনের কাজ শেষে
ক্লান্তিতে মনমরা সব নরনারী।
ওহে প্রভু, এভাবে চললে লাগবে না
আর বেশি দেরি, সেসময় তোমার
ঘানি টানার বলদ জুটবে কি?
প্রভু! বলি, আজ মত বদলে ফেলে
সেই কালো দিন আসার আগেই
সমঝে চলবে কি?