বলছি শোনো, জানা গেল-
তোমার নজর নাকি খুবই ভালো!
বিচার বিবেচনা?
তারও প্রশংসা না-করে পারি না।
যদিও তোমাকে ধকল খুব সইতে হলো
বনবন করে সর্বত্র ঘুরতে হলো
করতেও হলো গোপনে এলাহি আয়োজন
খুঁজতে গিয়ে পোষ্যদের মনের মতন।
তবে পোষ্যগুলো খুঁজে পেয়েছ ভালো
নাই-বা ওরা মানুষ হলো!
কুকুরছানা বিড়ালছানা নেংটি-ইঁদুর গেছো-বাদুড়
পোষ্যগুলো মোটেই মন্দ না।
ঠিক বেছেছ কুকুরছানা বিড়ালছানা
ওরা প্রভুভক্ত ও আদর-প্রিয় সেতো সবার জানা।
ওরা করতে জানে প্রভুর পদলেহন যখন তখন
না-ই বা হলো ওদের খাবার ব্যাপক আয়োজন
মাছের কাঁটা কিবা দুধ-ভাত পেলে লেজ নেড়ে খায়
প্রভু ভালোমন্দ কী খায় সে নিয়ে ভাবনা নাই।
তারপর? বলবো কী আর
একটু সোহাগ পেলে কোলে উঠে যায়
প্রভুর পা-চেটেও দেয় আদর পেলে।
বলবো কী, সে অর্থে তুমি এ যাবত ভাগ্যলক্ষ্মী,
তবে কি জানি কী হবে শেষ কালে!
জানে সকলে
ভেবেচিন্তে পুষলে যেসব নেংটি ইঁদুর
ওরা তোমাকে ভরসা যোগাতে পারে বহুদূর।
গর্ত, গভীর ও আঁধার ঘেরা হলেও
কী বা ওদের এলো গেলো,
কদর ওদের এমনি না কি?
বহুদূর গিয়েও আনতে পারে গোলার খবরাখবর।
শুনবে আরও? জালে পড়লে সিংহ-মশাই
জাল ছিঁড়ে পালানোর তখন তার সাধ্য নাই
কে না জানে, ধরা পড়ে খাবে গণধোলাই
তখন বাঁচতেও নেংটি ইঁদুর পোষা চাই।
ওরা কালশিটে দেখলেই প্রভুর বরাতে
ছুটে গিয়ে কুটকুট করে জাল কাটে।
যাই বলো, প্রভুকে বাঁচাতে ওদের জুড়ি নাই।
আরও কিছু জানা চাই?
গেছো বাদুড় দের কথা বলা হয় নাই?
তবে শোনো, ওরা খুব-ই করিতকর্মা
লোকে বলে প্রভুর ধামাধরা
ওদের ধর্মাধর্মীর বালাই নাই
যে কোনো অপকর্ম করতেও বিবেকে বাঁধে না।
তাই তো বলি পোষ্য নির্বাচন একদম-ই ঠিক
এ কথাই ছড়িয়েছে দিগ্বিদিক।