ওরে,আছিস কে কোথায়?
বাস্তু ঘুঘুদের দেখবি আয়।
কাকাতুয়া গান গেয়ে যায়
তাদের নাকি চেনা দায়।


তারা স্বচ্ছন্দেই লুটে খায়
বাকীদের জন্য কিছু নাই।
পথকে যারা ঘর করেছে  
দিশা দেখানোর কেহ নাই।


দুলছে তরী বেহাল দশায়
কাণ্ডারির দিশা-হীনতায়।    
যাত্রীরা টলছে দুঃখে কষ্টে
জীবনের অশেষ যন্ত্রণায়।


বেকারদের নেই কোন ঠাই
আয়ের কোনও উৎস নাই।
জীবন-সূর্য মেঘের ভেলায়
অস্ত যাবে ঘুঘুদের হেলায়?

সবাই যখন ভুগছে জ্বালায়
হাবুডুবু খেয়ে বাঁচতে চায়,
তখনও বাস্তুঘুঘুরা মজেছে
গদিদের ভাগ-বাটোয়ারায়।


তাদের স্বর্গ-মর্ত সবই চাই
জানে না কোথায় হবে ঠাই!
দর কষাকষিতে লাগছে ফাঁস
চামচিকা বলে কোথায় যাস?


পথটি আগলে আছিস যারা
সবাই এই বার সরে দাঁড়া।
যুবক-যুবতীদের পথ জানা
মুঠোয় রয়েছে সব ঠিকানা।


তারা নয়তো অন্ধ কিবা কানা,
মুঠোফোনে পাবে সব ঠিকানা
তারা একটিবার ধরলে হাত
ঘুচবে সমাজের আঁধার রাত।