বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ বিশেষ খবরে
জেনেছি আজ এক দেশে অবাক করার মতো
কাণ্ড ঘটলো এক বিচারালয়ে।
‘উলট-পুরাণ’ বলতে পারো।ঘটনাটি জেনে
হুজুরের কপালে পড়লো ভাঁজ।জানো,এ যেন
বিটপকে বাদ রেখে গাছের মূলে অজস্র ফুল
ফোটার মতো আজব ব্যাপার।
কাকাতুয়া শুনে এলো সে দেশে তেল ও জল
নাকি মেশে দৈবের নির্দেশে।আদালতে সকলে
করলো বলাবলি,এভাবে চললে আরও কত কী
যে দেখতে হবে শেষে!
হুজুরের অবস্থা?সে আর বলতে!চিন্তায় কপালে
পড়লো ভাঁজ,মাথায় হয়তো বনবন করে ঘুরলো
চড়কগাছ।
সে দেশে এমন কাণ্ড নাকি আখছার ঘটছে।যুগ
বদলেছে।এ কথাটি বুঝে হুজুরকে ভাবতে হবে
কিভাবে করবেন এই সমস্যার সমাধান।দিনমানে
ঘটনা দেখে মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা
ভাবতেই পারেন।
কিন্তু মামলা থেকে সরে দাঁড়ালে চলবে?অন্যরাও
সরে দাঁড়ালে কে ধরবে দেশের হাল?তখন এই
বাস্তুঘুঘুদের হবে জয়।