সেদিন ক’জন করলো বলাবলি,
এখন বহু মানুষ ভুলতে বসেছে
মরসুমি ফুল,ফল এবং সবজির
চাষ।বলতে চাই না,তাতে হয়েছে
কোনও সর্বনাশ।
বলছি,শুধুই আমদানির দৌলতে
সব সামগ্রী বারোমাস সহজলভ্য
হয়েছে,বলো না এ কথা।স্বীকার
করতেই হয় চাষাবাদে চাষিদের
রয়েছে যথেষ্ট আন্তরিকতা।
সেদিন কৃষক সম্মেলনে শুনেছি
উন্নত প্রযুক্তির দৌড়ে আমরাও
এগিয়েছি বেশ।শীতকালীন সব
ফসল যেমন বিট,গাজর,টমেটো,
ফুলকপি কিংবা গ্রীষ্মের এঁচোড়,
পটল সবই এখানে ফলছে নাকি
বারোমাস।যদি তুমি দেখতে চাও
যে কোনও সময় সরষের ফুলও  
যে দেখাতে পারি এই ব্যাপারে,
জেনে রাখো,আমার মনে রয়েছে
অসীম আত্মবিশ্বাস।
নিত্যদিনের অতিশয় প্রয়োজনীয়
দ্রব্য-সামগ্রীর মূল্যসূচক যেভাবে
বাড়ছে আজকাল,বাজারে গেলেই
নিজ চোখে দেখবে সরষে ফুল।