কে জানে, যাচ্ছি কোন দেশে
মরুভূমি সাহারার উপর দিয়ে এই প্রখর রোদে?
হায়রে, জবুথবু  হয়ে আছি কত অজ্ঞতায়
বুঝিনি মোটেই রাক্ষসীর পেটে ধরেছে উদগ্র জ্বালা
এবেলা চাইছে খেতে সামনে যাকে নাগালে পাবে
ভাবিনি তার মুখোমুখি হলে সে তার কালো হাত বাড়াবে।
তবুও নেমে পড়েছি পথে
যেতে হবে সেই তপ্ত বালুকারাশির উপর দিয়ে, হেঁটে
বিকল্প পথ হয়তো ছিল, খুঁজে দেখিনি মোটে।
একথাও ভাবিনি পথে চলতে গিয়ে
শুধু পা দুটিই নয়, শরীরটাও ঝলসে পুড়ে যাবে।
মরার আগে অনর্গল কাঁদতে হবে।
আর সন্তানের মৃত্যুর খবর মায়ের কানে পৌঁছলে
জননী কেঁদে অশ্রুসাগরে ভাসবে না, সেও কি হয়?
এতোই মূঢ় সে কথাও ভাবিনি,
এখন হয়েছি এসব ঘটনার মুখোমুখি।
জননী এ দৃশ্য সহ্য না করে করবি কি?
বুক ফাটলেও সহ্য করতে হবে বৈকি।
মা, এই দৃশ্য নতুন নয়, এমন কত ঘটছে অজ্ঞতায়।
অসহায় মা কাঁদিস না, চোখ মুছে ফেল শাড়ীর আঁচলে
ভেবে নে এই ছিল তোর কপালে।