কোজাগরীতেও আজ ঘন অন্ধকার সারা ভিটে বাড়ি।
ছি ছি ছি! লক্ষ্মীকে দূরে পাঠিয়ে এ কী কাণ্ড করেছি।
বুঝেছি এ ভিটে বাড়ি ছেড়ে চলে গেল শুক ও সারি
কোজাগরীতেও আজ ঘন অন্ধকার সারা ভিটে বাড়ি।
সুখের আশায় যে কাণ্ড করেছি এখন আর কী করি?
লক্ষ্মী পেঁচার কথায় আমল না-দিয়ে আঁধারে ডুবেছি!
কোজাগরীতেও আজ ঘন অন্ধকার সারা ভিটে বাড়ি।
ছি ছি ছি! লক্ষ্মীকে দূরে পাঠিয়ে এ কী কাণ্ড করেছি!