নখ,দাঁত,শিঙ গুলো কাজে লাগতো আত্মরক্ষা ও আক্রমণে
সেগুলো ক্ষুরধার হয়ে পরিবর্তিত হলো বন্দুক আর কামানে।
মগজ বিকল।পশুর কাছে তাকে বন্ধক রেখে হারিয়েছি স্বত্বা
তাই বিশ্ব জুড়ে ক্রমেই বাড়ছে হিংসাশ্রয়ী নির্মম পাশবিকতা।


পশুদের মগজ ধার নিয়ে ছুটে চলেছি নব দিগন্তের দিকে
চলেছি ঠিক না ভুল একবারও জিজ্ঞেস করিনি অন্তরাত্মা কে।
হতবাক কবির ক্ষুরধার লেখনী থেমেছে যেন দুখে বা শোকে
ঝরনা কলম টা হাত ফস্‌কে পড়ায় কালি ছড়ালো চারিদিকে।


স্বপ্নভঙ্গ হলো,লেখনী র বিষদাঁত গুলো ভেঙ্গে সব চুরমার
নয়তো কেন আজ বন্দুক কামান গুলি গর্জে উঠছে বারবার?
বিশ্ব জুড়ে প্রতিদিন শত শত মানুষের রক্ত ঝরছে হিংসায়
হিংসাশ্রয়ী রা প্রতিদিন স্নান সারছে রক্তের এই ঝর্ণা ধারায়।