স্বস্তি পেলে কি তুষের আগুনে ধোঁয়া নেই দেখে?
হায়রে, জল ঢেলে আগুন না-নিভিয়েই ফিরলে!
সে আগুনে ছাইচাপা দিলে স্বস্তিতে থেকেছে কে?
স্বস্তি পেলে কি তুষের আগুনে ধোঁয়া নেই দেখে?
কে বলতে পারে এ আগুন ছড়াবে না চারিদিকে?
ভাবোনি ঘরও পুড়তে পারে এ কাজে ভুল হলে।
স্বস্তি পেলে কি তুষের আগুনে ধোঁয়া নেই দেখে?
হায়রে, জল ঢেলে আগুন না-নিভিয়েই ফিরলে!