গণতন্ত্র, হলো কী? বিষণ্ণ দেখছি যেন!
এখন ভয়ে ঠকঠক করে কাঁপছো কেন?
চোখ বন্ধ করলেও নিশাদের ভয়?
কী জানি, আবার যদি হয় উদয়!
এ নির্বাচনী ব্যবস্থায় স্বস্তি পাবে না কখনো।


পাশ ফিরে শুয়ে আছ আহত বাঘের মতো।
নিশাদের ছোঁড়া তীরে হলে কি ক্ষতবিক্ষত?
ভোটের দামামা বেজে উঠতেই
ভোটারদের চোখেও ঘুম নেই
ভাবছে, ভয়ে ভয়ে কাটাতে হবে আর কত?


প্রচলিত আইন সংশোধন করা খুব জরুরী
কাণ্ডারি, নয়তো তীরে এসেও ডোবে তরী
সুস্থ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে
বাহুবলীরা পথে নামছে শ’য়ে শ’য়ে
ভোটারদের সব দুর্বল স্থানে দিচ্ছে সুড়সুড়ি।


বাদ যাচ্ছে না ধর্মগ্রন্থ ও দারা পুত্র পরিবার
শপথ করানোও যেন বাহুবলীদের অধিকার
ভোটাররা শপথ করছে ওদের ভয়ে
সুস্থ গণতন্ত্র গড়ার স্বপ্ন যাচ্ছে মিইয়ে
বলছে কাকাতুয়া, ‘ওহে গণতন্ত্র, ‘তুমি কার?’


ঠুনকো মুকুট পরে গণতন্ত্র, কাঁপছো ভারী?
স্বর্ণমুকুট গড়তে পারে একমাত্র দক্ষ জহুরী।
গণতন্ত্র, মেঘের গর্জন শুরু হতে পারে
জেনো, এমন দশা হলে দুর্যোগ শিয়রে
তাই জরুরী পদক্ষেপ নিতে হবে তড়িঘড়ি।