বলতে পারো
ক’জন বোঝে ক্ষমতার কদর?
দেখছ নিশ্চয় সমাজের সদর দরজা দিয়ে
হন হন করে হেঁটে রাজসভায় সিংহাসনে গিয়ে বসে
আজ অবধি কত শাসক দেখালো ক্ষমতার আস্ফালন।
মোটেই ভাবলো না সেসবের কি প্রয়োজন?
অচিরে আকাশ ঢাকলো মেঘে
শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ঝড়
তারা ভয় পেয়ে দর দর করে ঘামলো
জীবন বাঁচাতে পালানোরও চেষ্টা করলো
কিন্তু জনারণ্যে পালানোর পথ খুঁজে পেলো না।
হায় রে! জীবদ্দশায় তারা কখনও ভাবলো না
প্রভাকর যদিও গিলতে পারে বৃহৎ সরোবর,
ভূমণ্ডলকে করতে পারে সাহারার মতো ধূলিধূসর
তাই বলে বৈশাখী ঝড়ের সময়
মেঘেরা ঢেকে দেয় না কি প্রভাকর?
শাসক প্রভাব প্রতিপত্তিতে হতে পারে
পূর্বতন রাশিয়ার জার কিবা ইটালির মুসোলিনির
মতো প্রবল ক্ষমতাধর কিন্তু যারা
বোঝেনি এভাবে ক্ষমতা ধরে রাখা কষ্টকর,
হারিয়ে ফেললো মানবতাবোধ
দেখো পা পিছলে পড়ার পরে তাদের হলো কী।