সকলকে নিয়ে ভোজের আয়োজনে      
পিঁয়াজের খোসা ছাড়িয়ে আনমনে
   শাঁস টুকু পাবে এই আশে
  বালা খোঁজে মনের বিশ্বাসে        
যেমন চাহে সবে সমাজ জীবনে।


সমাজ-দেহ জুড়ে বিষের বাকল  
সেই নিয়ে নিয়ত বহে কোলাহল  
   রোজ অশুভের যাতনায়
   কবি বিবেকের তাড়নায়
আজও লেখনী ধরতে অবিচল।


  সমাজ দূষণ নিরসনে সতত    
এই প্রহরী জেগে থাকেন নিয়ত
  সেসব আলোকপাত করে
  দিশা দিতে সবার অন্তরে  
দূষণ বিলোপ সাধনে সদা রত।


নদীতে জোয়ার ও আসে বারে বারে
  তখন পলিও কিছুটা যায় সরে
   মাঝি ভাটিয়ালি গান গায়    
   শিশু আনন্দে খেলে বেড়ায়    
ঝরণা ধারা উল্লাসে গড়িয়ে পড়ে।


সমাজে যখনি বাড়ে দূষণ পারা
সব জঞ্জাল সরানো হয়না সারা
   কবি লেখনী ধরেন কষি’
   তাহার কলমে ঝরে মসী
সত্যের তাগিদে ই বহে এই ধারা।