গোঁফে তা দিয়ে বলছে বোয়াল,
‘সারস, বলিস বটে চুনোপুঁটিদের গিলে খেয়েছি।
আরে, পেটে খিদেটা যে বড্ড বেশি
তাই ওদের খেয়েছি রোজ সকাল বিকাল
আর তাই তো আজও বেঁচে আছি’।
কী বললি? পেটটা মোটা, বেশি খেয়েছি?
ওরে, খিদের জ্বালা বুঝবি কী?
ওদের দেখলেই খেতে সাধ জাগে, বলবো কী!
বলিস যদি খেয়েছি বড্ড বেশি। বেশ করেছি,
নয়তো গায়ে-গতরে বেড়ে ওঠা সহজ নাকি?
বলছে সারস গলা বাড়িয়ে, ‘দেখছো বোয়াল,
জেলেরা এ জলাশয়ে বিশাল জাল ফেলেছে?’
তাই বুঝি? তবে তুই বসে থাক,
এখন চলি, নিজে বাঁচার পথ খুঁজি।