আমি যৌবন-সিক্ত বাহূবলী  
তবু সকলের হাত ধরে চলি,
প্রতিদিন ঘন ঘোর আবেশে  
সবার সাথে চলি সদা-হেসে।
শ্রমের সাথে আমি সদা সিক্ত
অলিখিত চুক্তিতে হয়েছি যুক্ত
শ্রমের বিনিময়ে আমি নিয়ত
শ্রমজীবীদের কষ্ট লাঘবে রত।


সকলের মুখে হাসি ফোটাতে
পথ খুঁজি প্রত্যহ গহন রাতে,
সমাজের কতিপয় অতি-লিপ্সু  
লকার ভরাতে মজেছে আশু  
অমূলক অসঙ্গত রোজগারে    
আমাকে রাখে লকারে ভরে।
আয়ের উৎসকে রাখে ঢাকি’    
সজ্ঞানে দেয় আয়কর ফাঁকি।


আমার শরীরে মাখায় রঙ    
কলঙ্ক কাহার,ভেবেছে কখন?
আমার রঙ নিয়ে বিবাদটা    
যেন একটি প্রজ্বলিত চিতা
ধোঁয়ায় ভরা,খুবই ঝাঁঝাল।  
ভাবি,আমি সাদা না কালো?
দুর্বৃত্তরা ‘কালো টাকা’ করে
রেখেছে আমাকে কৃষ্ণ-গহ্বরে।


মন-মরা হয়ে থাকি দুঃখে    
কুকথাগুলি ছড়ায় লোকমুখে।
কালো-কারবারিরা জেনে রাখো
একদিন বদলাবে এই আবহ।
আশু শুভক্ষণে বাহিরে আসি’
আমি হাতে তুলে নেব অসি
সেদিন তোমাদের শব দেহ
চিতায় শোয়াবই পাশাপাশি।