বলছে প্রবীণ, বালাই ষাট!
দেখছে সে জেগে আছো, যদিও এখন গভীর রাত।
দেশের জন্য যা করেছো অনেক হলো, নজির বিহীন!
মেঘ গুড়গুড় ডাকছে এখন
শুনতে পাচ্ছো কালের সমন?
কালবৈশাখী আসছে তেড়ে
পড়ছে কি তোমার নজরে?
প্রদীপের তেল ফুরলো, দীপশিখা করছে মিনমিন
নিদ্রাহীন, রাত জেগে এখন করবে কী?
খুঁজবে নাকি যা করেছো তার নজির আছে কি?
সে তথ্য-তালাশ আজও করতে বাকি?
বেশ তো, সে কাজ করতে ক্ষতি কী?
খুঁজতে পারো ধ্রুবতারাকে সাক্ষী রেখে চারদিকে
বাদুরেরা যদি ঝোলে কোনও গাছের বৃক্ষশাখে।
খুঁজতে গেলে কেউ বাদ সাধবে নাকি?
বাধা দিলে তাতে কেউ সায় দেবে কি?
তেমন নজির পেলে ঢাক পেটাতে পারো চারদিকে
কারো ললাটের বলীরেখাও যায় যদি যাক্ বেঁকে।
যদি খুঁজে পাও আগেও ছিল কাজের তেমন নজির
ডেকে এনে উজির নাজির
জনসমক্ষে টানতে পারো সবার দেখা
তোমার কাজের সমান্তরাল অক্ষরেখা।