তারা কেউ দিনমজুর কেউ বা প্রান্তিক চাষী
হয়তো তাদের অনেকের শৈশব কেটেছে
প্রথাগত শিক্ষা থেকে দূরে
তাই বলে তারা থাকেনি অশিক্ষার অন্ধকারে
তারা প্রকৃতি থেকে নিয়েছে দীক্ষা
অর্জন করেছে মানুষ হওয়ার প্রকৃত শিক্ষা
মনুষ্যত্ববোধ ও মানবিকতা তাদের অন্তরে
বটবৃক্ষের মতো রয়েছে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে।
প্রথাগত শিক্ষায় শিক্ষিত সচ্ছল ব্যক্তিদের হলো কী?
অনেকেই কর্মব্যস্ততা কিংবা অন্য কোনও অজুহাতে
মনুষ্যত্ববোধ ও মানবিকতা বিসর্জন দিলো নাকি
হায়রে, কষ্ট লাঘবে তাদের বৃদ্ধ পিতামাতাকে
তারা বৃদ্ধাশ্রমে পাঠাতেও করেনা ইতস্তত
শৈশব থেকে হলেও চরম দারিদ্র্যের শিকার
প্রান্তিক মানুষদের এ বড়োই অহংকার
তারা তাদের বৃদ্ধ পিতামাতাকে না পাঠিয়ে বৃদ্ধাশ্রমে
দারিদ্র্যের কষাঘাত সহ্য করেও থাকে একসাথে।
প্রথাগত শিক্ষা থেকে থাকলেও দূরে
তারা বলতে পারে আমরা নেই অজ্ঞানতার অন্ধকারে।