এ ঘটনা প্রবাহ তো মোটেই মন্দ না
দূর থেকে দেখে তারিফ না করে পারি না
এযাবৎ তোমার অতিশয় বিচক্ষণতায়
বুঝেছো নিজ স্বার্থ চরিতার্থ করতে কী কী দরকার।
খুঁজে নিয়েছো সমাজে ছড়িয়ে থাকা তোমার স্তাবকদের
বলছে কাকাতুয়া তারা একেবারে অদ্ভুত চরিত্রের
খুদেও নাকি তাদের প্রবল আসক্তি
সামান্য খুদ ছড়ালে দাতাকে জানায় অশেষ ভক্তি।
তারা ডুবে আছে ব্যাপক ক্ষুধায় নয়তো লোভ লালসায়
ভেবেছে তারা ব্যক্তিসত্তা বিসর্জন দিলেও কী আসে যায়
যদি কিছু খুদ জোটে এই দাতার দৌলতে।
তারাগুলো মিটমিট করে দেখছে রাতে
তোমার স্তাবকেরা খুদের আশ্বাস পেয়ে
যেন নেশায় বুঁদ হয়ে আছে
তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমার ধারে কাছে।
ভাবতে পারো তাহলে আর চিন্তা কিসে
খুদ ছিটিয়ে তাদের বাগে এনেছো যখন এক নিমেষে।
জানতে নিশ্চয় তাদের যোগালে প্রলোভন
মাছিদের মতো করে ভন ভন
তারা সেসব গিলতে দূর থেকেও ছুটে এসে
প্রভুর আজ্ঞাবহের মতো দাঁড়ায় তার পাশে।
এমন স্তাবকদের নিশ্চয় তোমার দরকার
ইচ্ছামতো গিলে খেতে তোমার পছন্দের খাবার।
এবার মহা আনন্দে কবুতরের মতো
বক বক বাকম করে যত খুশি ডাকতে পারো।
গৃহস্থরা সব গিলে খাচ্ছো দেখে ছুটে এলেও ভয় কী?
সেসময় দেখবে ঠিকই
স্তাবকদের যা শিখিয়ে রাখবে তারা তাতেই দেবে সায়
পূর্ব কে পশ্চিম বললেও সেটি বলবে নির্দ্বিধায়।