ভাবছো, আয় রোজগার নেই কিভাবে বেঁচে আছি?
দেখছো, গলা টিপে ধরতেও তৈরি সাঁড়াশি।
ভয় কি? চোখ খুলে দেখছো নাকি
আমার মতো বেঁচে আছে বহু পাড়াপড়শি।
সেজ-বাতি টিমটিম করলেও এখনো নেভেনি
জানি, তেল ফুরচ্ছে বলে দপদপ করছে এখনি।
বলি, এখনো ভালো আছি
একখণ্ড মলিন ছিন্ন বস্ত্র তো শরীরে জড়িয়ে আছি,
রোগব্যাধি যদিও ধরছে কষি’,
একটু না- হয় দুমরে গেছি
বুক ঠেলে দীর্ঘশ্বাস উঠছে, তাতে আর ভাবনা কিসে?
এই সব দেখে আঁতকে উঠেছ?
শ্মশানে নিয়ে যেতে শকট তৈরি রেখেছো?
বলি, এ অবস্থা হলেও এখনো দেখতে বাকি
মরার আগে ঘটবে আরও কত কী!
মনে ভরসা রাখো, এখনো দম ফুরিয়ে যায়নি।
মুশকিল আসানেরও পথ দেখোনি?
মোহমায়া আজও যে মগজ থেকে উঠছে ঠেলে
ভোটের আগে বাবুমশাই একটা বস্ত্র দিলে
আর একটু খুদ ছড়ালে, আর কী চাই?-তেমন হলে?
দেখবে তখন কী করতে পারি
বাবুমশাইকে সেলাম ঠুকে মাটিতে গড়াগড়ি?
ভোটের মিছিলে পা-বাড়ানো?
তিড়িং বিড়িং করে নাচ দেখানো?- সেও পারি।