ঘন কালো অশান্ত মেঘ-কুণ্ডলী    
বৈশাখের অপরাহ্ণে আড়াআড়ি
আকাশের বপু দ্বিখণ্ডিত করে  
তুলে দিল দেওয়াল সরাসরি।


অতীত ও ভবিষ্যৎ বিভেদের
সীমানা জুড়ে কল্পিত দেওয়ালে  
ক্ষণজন্মা পাণ্ডু-বর্ণা ‘বর্তমান’      
ঝড়ের তাণ্ডবে যেন হেলদোলে।
  
পারাবত কড়িকাঠে একা বসে  
ডানা ঝাড়ে প্রতিদিনের অভ্যাসে।    
বারংবার বকম বাকম ডেকে
বিদায় জানিয়ে গেল জনতাকে।


কাল-পেঁচা গাছের কোটরে বসে
মিটিমিটি চোখে সব দেখে শেষে
এ’দেশের ভাগ্য-লিপি ঠোটে ধরে
উড়ে চলে গেল আগামীর তরে।