দেখছো কি নির্বুদ্ধিতায় ঘটতে পারে কত কী?
শুনছো তারা বলছে এ সময় শিনশিন করছে
পা। দেখছো, বাঁচাও বাঁচাও বলে গলা ছেড়ে
করছে চিৎকার!
ভাবো, তারা যা কাণ্ড করলো এখন অভিজ্ঞরা
কী আর করতে পারে?
শিয়রে সংকট। মন-খারাপের সিঁড়িটি দিয়ে
তরতর করে উঠতে উঠতে বলছে অভিজ্ঞরা,
‘খ্যাপাদের এ-দশা দেখে কষ্ট হয় বটে তবে
তাদের বাঁচানোর উপায় আছে নাকি?
খ্যাপাগুলো সৈকতে চোরাবালিতে দাপাদাপি
করে চারদিক লণ্ডভণ্ড করতে গিয়েই ঘটালো
এ কাণ্ড।
বোঝেনি তারা জনসমুদ্রে এ কাণ্ড করে বসলে
অতলে তলিয়ে যেতে দেরি হয় না।
অভিজ্ঞদের পরামর্শকে অবজ্ঞা করে অজানা
অচেনা চোরাবালির দিকে পা বাড়ালে তখন
জীবনের রঙিন দিনগুলো ফিকে হতেও আর
বেশি সময় লাগে না।
শুনেছো নিশ্চয় সে সময় অভিজ্ঞরা চিৎকার
করে তাদেরকে বলেছিল বহুবার, ‘তড়িঘড়ি
সেখান থেকে সরে এসো।’ কিন্তু সে কথায়
তারা আমল দিলো কৈ?
বরং হৈ-হৈ করে চোরাবালির চোরা স্রোতে
দাপাদাপি করতে গিয়েই ঘটালো এ কাণ্ড!
এখন আর করবে কী?
দেখছো কি আকাশে জমছে বজ্র গর্ভ মেঘ?
চারদিক ছেয়ে যাচ্ছে অন্ধকারে। ভাবো, এ
সময় কত কী ঘটতে পারে!
দেখো, খ্যাপাগুলো অতলে তলিয়ে যাচ্ছে।
এ সময় অভিজ্ঞদের অভিজ্ঞতার মূল্য হাড়ে
হাড়ে উপলব্ধি করেই অন্তিম পর্যায়ে এখন
দেওয়ালে ঠুকছে মাথা।