কাদাখোঁচা! দেখেছিস চেয়ে চারদিকে
কত মানুষ এদিকে তাকিয়ে আছে দূর থেকে?
দেখছে তারা কত সময় আগে থেকে
ছোট বড় পাকাল মাছ খুঁজেছিস পাঁকে।
যদিও এ দীর্ঘসময় পাঁক ঘেঁটে এই বিলে
ছোট কয়টা পাঁকাল মাছ খুঁজে পেলে
সবচেয়ে বড় মাছটা জুটলো না কপালে।
দেখেছে লোকে বড় মাছকে যখনি ধরতে গেলে
সেটি তার লেজ নাড়িয়ে
তোমার চোখেমুখে পাঁক ছিটিয়ে
ফুড়ুৎ করে পালিয়ে
ভেসে উঠেছে বহু দূরে গিয়ে।
এ ঘটনা ঘটলো কতবার
যদি জানতে চাও গুনে বলতে হবে এবার।
সংবাদ মাধ্যম ও জানাচ্ছে, 'একাজ চলছে বেশ,
যোগাচ্ছে তারা তোমার নাগাল থেকে তার পালানোর সন্দেশ'।
কাদাখোঁচা! বলছে লোকে, 'এখন যায় বেলা,
আকাশও থাকছে ঘন কালো মেঘের ভেলায়
তবু চলছে বেলা অবেলায়
যেন পাখি ও মাছের লুকোচুরি খেলা'।