ওরে তোর এ ঝাঁপিতে কী? কেন করে নড়াচড়া?
ঘুম পাড়ানো গেল নাকি বাজিয়েও মোহন বাঁশি?
চুপ করে থাকবি কত আর? এখন তুই দে সাড়া
ওরে তোর এ ঝাঁপিতে কী? কেন করে নড়াচড়া?
লোকজনেরা লাঠি বল্লম নিয়ে এখন দিচ্ছে প্রহরা
তারা জন্তুটার গলা চেপে ধরতে এনেছে সাঁড়াশি।
ওরে তোর এ ঝাঁপিতে কী? কেন করে নড়াচড়া?
ঘুম পাড়ানো গেল নাকি বাজিয়েও মোহন বাঁশি?