ক্ষমতা ভোগের অসীম লালসায়
কংস সম লোভাতুর দিনে রাতে    
পৈত্রিক ধন-সম্পত্তি কেড়ে নিতে  
মজেছে যেন অদম্য উদ্দীপনাতে।


পিতা-পুত্রে অন্তঃকলহ চলে নিত্য
তীক্ষ্ণ বাক্যবাণ ছোটে প্রতিনিয়ত  
সুদক্ষ তীরন্দাজদের বর্শার মতো  
অভ্রান্ত লক্ষ্য ভেদ করতে উদ্ধত।  


নির্যাতন চলে অশক্তদের উপরে
গৃহস্থদের হুকুমের আজ্ঞাবহ হয়ে  
বৃদ্ধ-বৃদ্ধারা সব অত্যাচার সহে  
সংসার ভার বহে রিক্ত শরীরে।


পত্র-পত্রিকার সংবাদ শিরোনামে
আসে অপ্রত্যাশিত এই সমাচার।
ঘটনাবলী নিত্য টর্নেডোর মতো    
নাগরিক জীবনকে করছে তটস্থ।


ক্ষমতা-লোভীরা সংযত না হলে
তাদের ক্রিয়া-কলাপের সূত্র ধরে  
নানান অছিলায় একই পথ ঘরে
কংসের মতো ওরা পড়বে ঢলে।