জানে এ মৌন মহাকাল
ত্রহস্পর্শে অনেকের চিন্তা চেতনা আজ হয়েছে বিকল
অনর্গল ঢাকঢোল পিটিয়ে তারা মজেছে শারদোৎসবে।
জানিনা, আগে কে কবে দেখেছে
পিতৃপক্ষে দেবী দুর্গার মূর্তির উন্মোচন।
এখন সনাতনী প্রতিবাদীদের দিকে থুতু ছিটিয়ে
এ কাজ সাড়ম্বরে পালন করতেও তাদের বিবেকে বাঁধে না
কেননা উৎসবে তারা দিয়েছে প্রাধান্য, গৌণ পূজার্চনা।
প্রগতিশীল বুদ্ধিজীবীরা কি বলবেন জানিনা
হয়তো তাদের মুখ দিয়ে অস্ফুটে বেরোবে, 'মন্দ না'।
কাকাতুয়া বললো সরেজমিনে সব দেখে এসে,
'যারা ঢাকে দিলো কাঠি
তারা সাথীদের নিয়ে আনন্দে শুরু করেছে মাতামাতি'।