করছো কী?
এই আম গাছে কীটনাশক স্প্রে করছো নাকি?
এই কাজ করতে গিয়ে
দেখছো নিশ্চয় গাছের গোড়াতেই উইয়ের ঢিবি।
পোকাগুলো সেখান থেকে তরতরিয়ে উঠে এসে
গাছের সারা শরীরে করেছে বিস্তার
এ যেন তাদের অধিকার।
এখন এই গাছের যেন ঊর্ধ্বশ্বাস উঠছে
মরবার আগে বাঁচার শেষ চেষ্টা করছে।
দেখছো কীটনাশকে ও মরছে না পোকা
ওরা ভাবছে তুমি কত বোকা!
বাস্তবে বুদ্ধিতে ওরা খুবই পাকা
এতোই সহজ নাকি ওদের দেবে ধোঁকা?
দেখো যা স্প্রে করেছ ওরা সেসব খাচ্ছে চেটেপুটে
দলবেঁধে ব্যাপক উৎসাহে মেতে
ভাবখানা কীটনাশকগুলো ওদের দেহবর্ধক সালসা
ওদের দেহে পুষ্টি যোগানোর বিশেষ ভরসা।
ভাবছো এই গাছ বাঁচাবে কি করে?
সেসব ভাবলে বনবন করে মাথা ঘোরে?
হতে পারে, আরও কত কী দেখা দিতে পারে!
তোমাকে আই সি ইউ তে ভর্তি করাতেও হতে পারে।