ভোটের পরব হলো শুরু
মেঘ ডাকে গুরু গুরু।
ডুম ডুমা ডুম বাদ্যি বাজে
নেতারা মজছে কাজে।
যাগ-যজ্ঞ ও চলছে ভালো
শৃগাল ধরছে আলো।
হোমের আগুন মাথা তোলে
সীমারেখা যায় ভুলে।
চড়ছে দেশের ভোট-পারা
বহিছে যুগের ধারা।
মরছে মানুষ দিকে দিকে
শকুন শবের বুকে।
কোষাগারের কপাট খোলা
অর্থ ব্যয়ে নেই জ্বালা।
মনি-মাণিক্য আনতে ভারি
ব্যয় হচ্ছে টাকাকড়ি।
ভরাট হবে খালি চেয়ার
রাজকীয় দরবার।
প্রতিশ্রুতি তুলছে নিশান
গর্জে উঠছে কামান।
পরব শেষে সেই নিশান
খুলে নেবে বেইমান।
প্রতিশ্রুতি হবেই অন্তর্জলি
জনতা পাবে কদলী।
শূন্য ঘড়াটি হাসবে কালে
করের রশি টানলে।
সেসব কথা এখন থাক
ভোট-পর্ব মিটে যাক।