ব্যর্থতা যখন পাশে এসে দাঁড়ায়
চেনা মানুষজনকে ও লাগে বড়ো অচেনা!
স্বপ্নগুলো বাস্তবে রুপ না নিলে প্রশ্ন জাগে
স্বপ্ন দেখাটাই কি ছিল ভুল?


আলো হাত বাড়ালে ভুলে যায় অন্ধকারকেকে
পূর্ণিমার রাতে ভুলে যায় অমাবস্যাকে
কোলাহলে ভুলে যায় নিঃস্তব্ধতাকে
আর সে যদি পাশে এসে দাঁড়াত
তখন হয়তো ভুলে যেতাম পুরো বসুন্ধরাকে!


দৃশ্যের মাঝে খুঁজি অদৃশ্য কাওকে
স্পর্শের মাঝে খুঁজি অস্পর্শকে
প্রফুল্লহৃদয়ে খুঁজি বেদনাকে
আর ধরনীর বুকে খুঁজি হারানো সেই মুক্তোকে।


শাহ্জাদা আল-হাবীব
১০.০৮.২০১৫