চলে যাওয়া মানেই কি প্রস্হান
ভুলে গিয়ে সব অবস্থান।
মেঘ-বৃষ্টি, চন্দ্র-সূর্য, গোধূলি
একে একে চলে যায় সবাই,
একলা কিশোর শুধু স্মৃতির ফানুস উড়ায়।


চোখেরজল ছেপে রেখে
নিজেকে এই বলে স্বান্তনা দেয়
বোনের আদর, স্মৃতিরা থাকবে অম্লান।


দুয়ারে দাড়িয়ে গাড়িয়াল
এসে যে গেলো বিদায়ের কাল
বিষন্নতার ছাপ আকাশ জূড়ে
অবলোকন করছি দুয়ারে দারিয়ে।


স্মৃতি ফেলে চলে যেতে হয়
তবু কেন এ বাস্তবিক কাব্য
মেনে নিতে হয় এতো কস্ট
আজি আবারো বলিতে চাই
"যেতে নাহি দিব,
হায়, তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।"



কিশোরগঞ্জ
১০.০৬.২০১৭