রক্তাক্ত বুকের অলিগলিতে কোনদিন বিচরণ করবে না তুমি যে
তা আগে থেকেই অনুমেয় ছিল।
তুমি হয়তো কোনদিন জানতে ও পারবে না
সব প্রেম জমে হিম হয়ে গেছে এখন।


চৈএের খরা শেষে হৃদয়ে বইছে আজ শৈত্য প্রবাহ।
হাড় কাঁপুনি শীতে আমার হৃদয় একাই ঠিকে আছে,
অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অক্কা পেয়েছে অনেক আগেই।
এদের সংরক্ষিত মমি চোখে পরবে না তোমার।


হ্রিংস দাবানল পুড়িয়ে দিয়েছে সবকিছু,
কয়লা, ছাই, ভষ্ম, কোন কিছু চোখে পড়বে না তোমার।
শত ব্রজপাত, প্রাকৃতিক দুর্যোগ টনক নাড়াতে পারবে না তোমার!


কৃত্তিম চোখে শ্বশান নয়,দেখ পুস্পকানন!
জলন্ত কয়লা নয়, দেখ সবুজ বৃক্ষ!
সুপ্ত লাভা নয়, দেখ মৃত আগ্নেয়গিরি!
বিষাদভরা চোখ নয়, দেখ রঙিন রোদ চশমা!


কিশোরগঞ্জ
০৬.০৪.২০১৭