রোজ সকালে,
এখন আর কলকাকলি শুনতে পাই না।
এখন শরতকাল,
তবুও সাদামেঘগুলো আকাশে উড়ে বেড়ায় না
গোপনসূএে জানা গেলো
ওরা আড়ালে আবডালে চোখেরজল ফেলে!
এখন পূর্নিমায়,
চাঁদও আলো ছড়ায় না।
ওরা নাকি ধর্মঘট ডেকেছ।
কেন জানো?
শুধু তুমি ভালো নেই বলে!


সময়ে-অসময়ে বৃষ্টিধারা ঝরে না,
ফাগুন -বসন্তও আসে না,
ঝরনাধারাও বহে না,
মোহনাস্থিত জলও সমুদ্রকোল যেতে চায় না,
সমুদ্রসফেদও কোলে আছড়ে পরে না।
কেন জানো?
তুমি ভালো নেই বলে।


সমস্ত সৃস্টিকুল খোদার কাছে ফরিয়াদ জানাচ্ছে
আর আমার কবিতারা,
আমরণ অনশনে নেমেছে।
কেন জানো?
তুমি ভালো নেই বলে।।


শাহ্‌জাদা আল-হাবীব
১১.১০.২০১৭