হায়!আবারো এসেছেন
সেবারো তো এসেছিলেন
দিয়েছিলেন বুকভরা আশ্বাস
কথা দিয়েছিলেন কি কথা না রাখার জন্য?


কথা ছিল,আমাদের ভাগ্যের পরিবর্তন হবে
আবারো গোলা ভরা ধান,গোয়াল ভরা গরু থাকবে
নদীর উপরে ব্রিজ হবে,
প্রিয় রাস্তাটি আবারো মেরামত হবে।


কথা ছিলো,হাসি ফুটবে রহিমা বিবিদের মুখে
শফিক আবারো মাঠে খেলতে পারবে
গঞ্জে নিয়ে ওর চিকিৎসা করাবেন
কী ভুগাটাই না ভুগেছিল ছেলাটা।


কথা ছিলো,আমরা পাবো ট্রাক্টর, বীজ
আমরা চাষ করবো জমি
রুপকথার গল্পের মতো সুখে থাকবো আমরা!


যান!চলে যান।
আপনাদের করি না বিশ্বাস
শুনবো না আর মিথ্যা আশ্বাস।


শাহজাদা আল-হাবীব
২৫.০৭.২০১৭