সময়ের দাবী মেনে...

আড়চোখে দেখে আসছি বাস্তবের রূঢ় রূপ,

যেখানে সবাই আবেগ বেঁচে,
প্রাচুর্যের আশায় আশায় |

বসন্তের আবডালে ফেলে আসা প্রেম...

সে তো ক্ষণিকের বিড়ম্বনা,

যখন আমার উদ্দাম যৌবন ভাসাতো তরী,
তোমার চোখে, ঠোঁটে আর অবাধে সারা গায়...

আবার সময়ের দাবী মেনেই,
অনিচ্ছাসত্ত্বেও হয়তো হারিয়েছি সে পথ...

যার শেষটা পৌঁছাবে না আর...

কোনো ডাকবাক্সে তোমার ঠিকানায় |