ব্যস্ত শহরের অচেনা গলিতে,
বন্ধুহীন জীবন ব্যস্ত...
ভার্চুয়াল সম্পর্ক খোঁজে হাতে অল্প সময় পেলে |
ব্যতিব্যস্ত ই-জীবনের চাপে টালমাটাল শ্বাস,
হারানো দাম্পত্য প্রশান্তি খুঁজে,
পরস্ত্রীর বিপদাকুল আঁচলে |
ঠাকুরমার ঝুলির গল্পের পাঠ চুকিয়ে...
আট থেকে আশি ব্যস্ত,
লাইক, কমেন্ট আর শেয়ারে |
রাজনীতির শিকার অন্ধ কানাই,
প্রিয় গান ছেড়ে কবেই...
প্রফিটের খোঁজে শেয়ার বাজারে |
তবু আজ সব ভুলে মোবাইলটাই জীবন হোক্,
চাই না আর ভাটিয়ালি সুর ই-জীবনের জয় হোক্ |