অপলকে তাকিয়ে দেখি স্মৃতিশব, করে রব...
ডায়েরী পাতার আট অধ্যায়,
একাকীত্বেও সুখের গান গায়,
নিখাদ ভরসায় বাঁচার তাগিদ করি অনুভব |

সামনে খোলা রাস্তায় অচেনা মোড়, গন্তব্য বহুদূর..
এসেছি পেরিয়ে  শয়েক মাইল,
কর্দমাক্ত পথের ধানের আইল,
ক্লান্তির খামে স্বরলিপিতে আঁকা বহু পরিচিত সুর ||