মহাকাশের বুক থেকে নেমে আসা স্বপ্নগুচ্ছে তোমায় কল্পনায় সাজিয়েছি এক বুক রাতজুড়ে —
সাগরের নীল রংয়ে মিশে গেছে হঠাৎ সাগরিকা তোমার ছদ্মনাম |
সাগর আর আকাশ আমার বরাবরই ভীষণ প্রিয় তোমার মতো যার অশেষ সীমানার পরতে পরতে তোমার স্মৃতি |
সাগরের ঢেউ আকাশের মেঘ গুরুগর্জন শব্দে মনে করায় তোমার আমার এক কল্প আলাপন |
ভীষণ ঝড় তখন তোলপাড় করে দেয় আমার গহন অন্তর,
মনে হয় যদি একটিবার ছুঁতে পেতাম তোমার ঘর্মাক্ত গালগুলো,
বিশ্বাস করো তোমার রংচঙ্গা ভুয়ো রূপের চেয়ে এলোমেলো চুলে ক্লান্তিভরা মুখকেই বেশী ভালোবাসি অনেক ;
তাই তুমি বয়সের ভারে হঠাৎ বৃদ্ধ হয়ে উঠলেও আমার কাছে তখনও একই থাকবে ,
আর দুজনে ক্লান্ত শরীরে দোতলায় আরামকেদারায় সংসার সামলে যখন হাজার বছর পরেও আকাশপানে তাকিয়ে থাকবো-
আমার সূর্য নিজ শৌর্যে সেদিনও অস্ত যাবে আবার ফিরে আসার তাগিদে সাগরিকা তোমারই জন্যে...