অবশেষ মুক্তির খোঁজে ধাবমান সর্বত্র মন,
অবগাহনে ব্যস্ত মূহুর্তের ক্ষুদ্র প্রয়াস সত্ত্বেও....
বহমান বাতাসে আবদ্ধ নিঃশ্বাস প্রশ্বাসে,
লুক্কায়িত আবেগি ভাবধারার বহিঃপ্রকাশ..
তবু উপেক্ষিত সময়ের প্রেক্ষাপটে চাপা পড়ে,
হাজার বছরের হতভাগ্য ইতিহাসের ক্রন্দন,
হয়তো রাজনীতির কাছে নতমস্তকে হার স্বীকারই..
ইতিহাসের অকারণ অনাকাঙ্খিত ভবিতব্য |
যুগ যুগের ঈশ্বররাও আরাধিতের মুক্তির খোঁজে,
স্বর্গ রূপকের প্রাপ্তির প্রত্যাশায় বেছে নিয়েছেন ধর্মযুদ্ধের মার্গ...
অসত্যের দমনে সত্যের জয়ও এক রহস্যময়ী প্রশ্ন,
তাও প্রশ্নাতীত চিত্তে খুঁজে যাই কাঙ্খিত মুক্তির পথ...