কারো দরকার একটি ব্রাহ্মণ ছেলে,
কারো বা নির্ভেজাল কায়স্থ,
কারো দরকার ধবধবে গায়ের রং,
কারোর পছন্দ নাদুস নুদুস স্বাস্থ্য |
কারো ছেলে চাই ভীষণ স্মার্ট,
কারো আবার কে.টি.এম বাইক...
কারো দরকার একখানা ডি.এস.এল.আর,
সমাজটা অদ্ভূত স্টিরিওটাইপ |
কেউ খুঁজে সরকারি চাকরি,
কেউ আবার প্রতিষ্ঠিত ব্যবসাদার,
কারো কারো টাকা থাকলেই হলো,
জামাই যাকেই মারুক পেটের মার |
বাবা চান জামাই দেবে সব মেয়েকে,
যা বাবা হয়ে নিজে পারেননি,
অথচ বছর ত্রিশেক আগে তিনি...
শ্বশুরের সম্পত্তির কানাকড়িও ছাড়েননি |
মায়ের আবার ভীষণ মেজাজ,
মেয়ের নিউক্লিয়ার পরিবারই চাই...
শ্বশুর শ্বাশুড়ি ভীষণ প্যানপেনে,
ঘরে তাদের জায়গা নাই |
কেউ কেউ আবার ব্রাহ্মণও নয়,
তবু জাতের ভীষণ কদর,
মানুষ নয় জাতের চামড়া লাগে,
মিথ্যা হলেও ব্রহ্মার বর |
কারো কারো আবার রাজ্য পেরিয়ে...
এন.আর.আই.জামাই চাই,
মেয়ে - জামাই বিদেশ থাকে,
বললেই মনে সন্তুষ্টি পাই |
এত দেখে নাক সিঁটকেও,
সুখ তবু সবার সয় না...
মানুষের বাইরেরটাই শুধু খুঁজে সবাই,
মানুষটাকে কেউ চায় না |