শতাব্বীর বুকে ন্যুহ মানবতার বিজয়ধ্বজ,
খামখেয়ালী সিদ্ধান্তের অযাচিত পরিপূরক...
দৃষ্টিকটু চাউনিতে উদাসীন সুরের মূর্ছনায় মেশে,
অবাধ্য নতুন ভোরের সূর্য রশ্মি,
ভুল বসন্তের ছিঁটেফোঁটা লেগে থাকে,
ঐতিহ্যের সরু আনাচে কানাচে...
কখনো শোভা পায় পূর্বপুরুষের স্মৃতি হয়ে,
কখনো বা কলঙ্কের প্রগলভ যতি ...