একাকীত্বের সাথে আমার সহোদরের সম্পর্ক, আলোর সাথে বৈপরীত্যের।
হয়তো খুব বেশী প্রতিদানের প্রত্যাশা রাখি বলে... নয়তো নিঃশর্ত ভালোবেসেছিলাম বলে |
আলোর উৎসবে চারদিক সরগরম হলে,
আমার বুকের ছাই চাপা আগুন জ্বলে উঠে,
আমার দুঃসম্পর্কের নাম না জানা আত্মীয়রা... তাতে খানিকটা শান্তি পেয়ে বুক জুড়ায় |
আমি মেনে নেই সব ভবিতব্য বলে,
ততদিনে আমার কষ্টেরা লাঘব হতে শুরু করে, অবহেলার সাথে আমার পুরনো সখ্যতা বলেই...
জানালায় উঁকি মেরে উপস্থিতি জানায় আমার সহোদর |