ইচ্ছেরা উকি মারে,
তোর ভেজা চুলে কাঁধ বেয়ে...
হামাগুড়ি দেয় ওরা,
কাঁপা দুটি গাল ছুঁয়ে।
বসন্ত এসে গেছে...

রং জমে ক্ষণে ক্ষণে,
বসন্তের আবডালে...
হোলির ঐ দিনটাকে,
ফিরে পেতে বারে বারে।
বসন্ত এসে গেছে...

পথভোলা সুর বাঁধে,
প্রেমিকার মন পেতে...
মাঝি যায় দাঁড় বেয়ে,
দেখি তারে দূর হতে।
বসন্ত এসে গেছে...

নিঝুম রাতে তুমি আমি,
গল্প বুনি মুখোমুখি...
চোখে চোখ রেখে আজ,
ভুলি জীবনের দায়খানি।
বসন্ত এসে গেছে...

কোকিলটাও সুর ছাড়ে,
মন নাচে দুলে দুলে...
চল দু-য়ে হারাই কোথাও,
আজ নিয়ে কাল ভুলে।
বসন্ত এসে গেছে...