বন বন ঘুরছে চাকা....

একে অপরের ক্ষতি করতে মত্ত থাকি আমরা
ভাবিনা একটি বারের তরে।
লাভ কি আছে তাতে?
বরং নিজেদেরই ক্ষতি ।
হিংসা ,বিদ্বেষ ভুলে গিয়ে প্রেম করি সবে---
সারা জীবন মিলেমিশে একসাথে রবে।

এক পৃথিবী চাই---
যেথা বর্ণ নাই, ধর্ম নাই,
ভেদাভেদ নাই, দলাদলি নাই,শ্রেণী নাই
সকলেই সমান, সকলের সমান অধিকার।

যদি এমন টা ঽতো!
কোনো একদিন।

লেখার তারিখ 30/06/16