জীবনানন্দের কৃষ্ণাদ্বাদশীর মরা জ্যোৎস্না
নদীর চড়ে আজ আবার এলো বেহুলা বিনা।
তবুও কবি হারলো আজ আমার কাছে
আমি আজ দেখেছি, তোমার বেহুলা বাংলাকে।
শান্ত নারীর কোমলতা মাখানো ম্লান আলোয়,
চাঁদ-ও আজ জেগেছিল ঘুম টলোমলো চোখে।
জেগেছিলো ভাট ফুল,নদী-নালা,চন্দ্রের ছাঁয়,
প্রকৃতির রূপ, বেহুলাকে দেখার অপেক্ষায়।
কেউ প্রত্যক্ষ করেনি এমনকি সুকান্তও না,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ রাত্রের নিস্তব্ধতা।
আজ অনুরূপ রূপ নিল বাংলার প্রকৃতি,
তবুও করেছি অনুস্মরণ সে পূূর্বে দেখা স্মৃতি।
বিশ্ব উঠিল কাঁপি এ......একি রূপলাবণ্য দেখি?
রূপলী অঙ্গে ভাঁসে যে বাংলার প্রকৃ তি।
তাই আজ আমিও বলি জড়িয়ে ধরে এ ভূমি,
"নমো নমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি"।।