প্রত্যহের মত আজও এক রাত এলো ওদের কাছে,
খালি পেটে যারা পথের উপর শুয়ে আছে চোখবুজে,
ঘুরতে শহর নিশি প্রহর আমায় বলল রানার,
দেখছ বন্ধু, ভুখা, ক্লান্ত এ বঙ্গবাসী তোমার আমার।
খুঁজতে এসে রাতের শোভা দুঃখে ভরল প্রাণ,
এ যে বড়োই করুন ছবি বেদনার শুনি তান।
শুনছো বন্ধু, শিশুর কান্না ওই দেখ ফুটপথে,
হয়তো ক্ষুধায় মারা যাবে আজকে ও এই রাতে।
আহা,পাপ কথা বলতে যে নেই, এ কচি শিশুর প্রাণ।
হয়তো হবে, দুঃখ পাবে, পৃথ্বী হারাবে আরও এক প্রাণ,
এক-দুই-তিন হবে একদিন জগৎটা খান-খান।
ওই দেখ ওই দৃরে পথের ধারে কলের পার,
ছোট্ট ঐ অনাথ শিশু জলের জন্য খাচ্ছে আছাড়।
ওরা লড়াই করে জীবন গড়ে, হয়ে যাযাবর,
ওদের জন্য কেউ কাঁদেনা, কেউ করেনা আদর।।