ওই যে দূরে মাঠের পরে ছোট্ট একটি ছেলে,
আনমনে সে একলা বসে নানান কথা বলে।
কোথায় তাদের বাড়ি আছে কোথায় তার দেশ?
কোথায় তার মা  রয়েছে পরে বিধবার বেশ।।
তুলসী তলায় এখন শুধু একটি প্রদীপ  জ্বলে
মা যে তার সারাক্ষণই বাবার কথাই বলে।
আজ থেকে যে দশটি বছর হয়ে গেছে পার,
তারই মধ্যে লুকিয়ে আছে দুঃখের পাহাড়।।
মায়ের বুকে আশার খনি আজকে এ ছেলে,
ছোট্ট এ বালক যে আজ এসব কথা বলে।
এমাঠ হতে ঐ মাঠেতে সারাক্ষণই কাজ,
সকাল হয়ে দুপর গেল এখন এলো সাঁঝ।।